নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত অত্যাধুনিক শফিং মল থিম ওমর প্লাজায় উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ শোরুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থিম ওমর প্লাজার ৫ম তলায় আনুষ্ঠানিকভাবে এ শোরুম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আ’লীগের সভাপতি এবং থিম ওমর প্লাজা রিয়েল স্টেটের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা
প্রশাসক এসএম আব্দুল কাদের, থিম ওমর প্লাজার ব্যবস্থাপনা পরিচালক কেএম মুস্তাফিজুর রহমান ও বাটার ফ্রাঞ্চিস ম্যানেজার আহমেদ আসিফুর রহমান মল্লিক।
আসিফুর রহমান মল্লিক জানান, উত্তরবঙ্গের মধ্যে প্রথম থিম ওমর প্লাজায় বাটার সর্ববৃহৎ শোরুম উদ্বোধন করা হয়েছে। এই মার্কেটটি অত্যাধুনিক ও ক্রেতাদের অনেক সুযোগ-সুবিধা সম্বলিত হওয়ায় এখানো এই শোরুম দেওয়া হয়েছে। এই শোরুমে ছেলে-মেয়ে ও শিশুদের সব ধরণের পণ্য পাওয়া যাবে। উদ্বোধনের আগে দোয়া করা হয়।
আর/এস