নিজস্ব প্রতিবেদক :
শিক্ষানগরী রাজশাহীর নিউমার্কেট এলাকায় অবস্থিত অত্যাধুনিক থিম ওমর প্লাজায় দেশের নামকরা শীর্ষ ব্রান্ড ওরিয়ন’র শোরুম উদ্বোধন করা হয়েছে। থিম ওমর প্লাজার ৫ম তলায় এ শোরুম উদ্বোধন করা হয়। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এর উদ্বোধন করেন থিম ওমর প্লাজার ব্যবস্থাপনা পরিচালক কেএম মোস্তাফিজুর রহমান ও ওরিয়ন ফুটওয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন মোল্লা। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন মোল্লা বলেন, রাজশাহী
মহানগরীর এটি একটি আন্তর্জাতিক মানের শপিং মল। এই মার্কেটে সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে। এখন মানুষ ভাল ভালে ব্রান্ডের পণ্য ব্যবহার করতে চায়। সে বিষয় বিবেচনা করেই এই মলে শোরুম উদ্বোধন করা হলো। এই শোরুমে জুতো, ব্যাগ, এফেসরিজ ও এ্যাপারেজ পাওয়া যাবে। এর গুনগত মান উন্নত হওয়ায় এখান থেকে গ্রাহকরা শপিং করবেন বলে মন্তব্য করেন তিনি।থিম ওমর প্লাজার ব্যবস্থাপনা পরিচালক কেএম মোস্তাফিজুর রহমান বলেন, রাজশাহী এ ধরণের মার্কেটের প্রয়োজন ছিল। হাতের কাছেই মানুষ এই মল থেকে সব কিনতে পারবে। মার্কেটটি ইতোমধ্যেই নগরীতে সাড়া ফেলেছে।
আর/এস