চারঘাট ( রাজশাহী ) ঃ প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে পরসভার বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হওয়ায় গ্রামীন নগরায়ন ও যোগাযাগ ব্যবস্থায় রাস্তাঘাটের অভতপূর্ব উন্নয়ন ঘটেছে। নগর উন্নয়ন প্রকল্পের কাজে পৌরবাসী আনন্দিত ও উল্লাসিত। প্রকল্পের কাজ শেষ হওয়ায় ইতিমধ্যে সুফল ভোগ করতে শুরু করেছে পৌরবাসী এবং উপকৃত হচ্ছেন পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় চার হাজার জন সাধারন মানুষ।
পৌরসভা সূত্রে জানা যায়, এশীয়া উন্নয়ন ব্যাংক (এডিবি), এফআইভি ও জিওবি’র অর্থায়নে ১০ কোটি ৮৯ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে বস্তি উন্নয়ন প্রকল্পটির উনয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত করেছে চারঘাট পৌরসভা।
এই প্রকল্পের আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি বস্তিতে প্রায় ২২ কিঃমিঃ রাস্তা, ১৪টি টয়লেট, ৪৭টি সোলার লাইটসহ ময়লা সংগ্রহের জন্য মোড়ে মোড়ে ডাষ্টবিন বসানো হয়েছে। রাস্তাঘাটের উন্নয়নে, সোলার লাইটিং, ডাষ্টবিন, টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ফলে সরাসরি উপকৃত হচ্ছেন সাধারন জনগন।
সরেজমিনে গিয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডের বস্তিসংলগ্ন এলাকাগুলা ঘুরে দেখা যায় বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পৌরবাসি সুফল ভোগ করছেন। সরকারর এ প্রকল্পর যথাযথ বাস্তবায়ন ও পর ময়রর সার্বিক নজরদারীতে প্রথম শ্রেনীর এই পৌরসভার বস্তি এলাকার গলিসংলগ্ন ছোট ছোট রাস্তাগুলো গেইট পর্যাপ্ত আরসিসি ঢালাই রাস্তা, রাস্তার ধারে সোলার লাইট স্থাপন, সহজ পানি নামার জন্য রাস্তার পার্শ্বে লা ড্রেন, টয়লেট, ডাষ্টবিন স্থাপন করা হয়েছে। কাজের গুনগত মানও বাহ্যিক অবকাঠামো নির্মান তৎপর থাকায় নির্দিষ্ট সময় কাজ সম্পন হয়েছে বলে জানা গেছে।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মুনুছুর রহমান বলেন বর্ষায় একটু বৃষ্টি নামলে আমাদের বাড়ির সামনের রাস্তা চলাচল অনুপাযুক্ত হয়ে যেত। পৌরসভার কাছে এই রাস্তাটি পাকা করে দেবার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এই দাবির প্রেক্ষিতে মেয়র নির্বাচিত হয়েই প্রতিশ্রুতি মোতাবেক আরসিসি ঢালাই রাস্তা ও সোলার লাইট স্থাপন করে দিয়েছে। আমরা এখন খুব সহজেই যাতায়াত করতে পারছি।
প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় পৌরসভার চিহ্নিত বস্তির এলাকাবাসীদের যাতায়াতের সুবিধাসহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র একরামুল হক। তিনি আরও বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় ও উন্নয়নের ধারাবাহিকতায় পৌরসভার বস্তিগুলোতে বসবাসরত লোকজন ঘরে ঘরে পাঁকা রাস্তা, ড্রেন ও সোলার লাইট পেয়েছে।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।