চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটে কার্ডধারী ৫শ৭০ জন জেলেদের মাঝে ২৫ কেজি সরকারী চাউল বিতরন করেন ই্উএনও সানজিদা সুলতানা।
শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে চারঘাট খাদ্যগুদাম চত্তরে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ইয়াছিন আলী, চারঘাট খাদ্যগুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ রোকন আলী,চারঘাট ইউপি সদস্য মোশারফ হোসেন ও চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু সহ বিভিন্ন এলাকার মৎস্য জেলে সদস্যবৃন্দ।
কার্ডধারী মৎস্যজীবি মামুন জানান, ২২ দিন প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরা সরকারী ভাবে নিষিদ্ধ করেছে সরকার। এই কারনে নিষেধজ্ঞ পদ্মা নদীতে মাছ ধরা যাবে না। সরকারী আইন মেনে চলবো। মৎস্য অধিদপ্তর বা সরকারী অনুদান ২৫ কেজি চাউল প্রদান করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষেধাজ্ঞ জারি করা হয়েছে।
এসময় সাগর থেকে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ঝাকে ঝাকে ছুটে আসে। হাট-বাজারে ব্যানারসহ মৎস্য জেলেদের সচেতনতা বৃদ্ধি ও সবার সহযোগিতা কামনা করেন।
বিএ..