নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে র্যাব। বুধবার দুপুরে চারঘাট উপজেলার চামটা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার চামটা গ্রামের মৃত সোলেমানের ছেলে সাইদুর ( ৬০) ও তার স্ত্রী মতিয়া বেগম (৫০)।
র্যাব জানায়, র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট উপজেলার চামটা গ্রামে ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের মেজর আশরাফুলের নের্তৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা,
একটি মোটরসাইকেল ও ৩১ হাজার টাকা সহ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে