নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ব্যস্ততম সময় কাটালেন-জেলা প্রশাসক আফিয়া আখতার। সেই লক্ষ্যে রোববার (৪ মে) দিনব্যাপী গোদাগাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ভ্রমণ ও পরিদর্শন কর্মসূচী বাস্তবায়ন করেছেন তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
প্রথমে জেলা প্রশাসক আফিয়া আখতার উপজেলার কৃষকদের সাথে মতবিনিময়ের মধ্যদিয়ে এ কর্মসূচীর সূচনা করেন। এছাড়াও তিনি প্রাইমারি স্কুল, উপজেলা পরিষদ, গোদাগাড়ী থানা, উপজেলা ভূমি অফিস ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. উম্মে ছালমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম, বিএআরআই বরেন্দ্র কেন্দ্রের সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ প্রমুখ।
বিএ.