1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর গুরুত্বপূর্ণ এলাকায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল!   - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

রাজশাহীর গুরুত্বপূর্ণ এলাকায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল!  

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মারচ, ২০২৪

রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সাহেব বাজার, গনকপাড়া, নিউমার্কেট, শালবাগান-বিন্দুর মোড়, রেলগেট, লক্ষিপুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এইসব এলাকার মধ্য দিয়ে দিন-রাত ছুটে চলছে বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবহন। মহাসড়কটির দুই পাশেই রয়েছে পথচারীদের চলাচলের জন্য ১০/১২ ফুট প্রশস্ত ফুটপাত। ফুটপাত ও সিটি করপোরেশনের রাস্তা দখল নিয়ে নির্মাণ করা হয়েছে কাপড়, জুতা, স্যান্ডেল, ফাস্টফু, ফলসহ ইত্যাদি শতাধিক অবৈধ দোকান।

এমনকি রাস্তায়ও দোকানপাট বসছে। ফুটপাত দিয়ে পথচারীরা হাঁটতে পারছেন না। এমনকি রাস্তা দিয়েও চলাফেরা কঠিন। সরকারদলীয় নেতাকর্মী, স্থানীয় পুলিশ প্রশাসন ও কাউন্সিলরের যোগসাজশে অবৈধভাবে এখানে দোকান বসছে। ভোগান্তি বাড়ছে পথচারীদের। উচ্ছেদের উদ্যোগ নেই রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রশাসনের। স্থানীয়রা জানান, দখলের মহাউৎসবের মেতে উঠেছেন সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুধু এইসব এলাকা নয় রাজশাহী সিটি করপোরেশন একটি সূত্র জানিয়েছে, নগরীতে ফুটপাতের ৬০ শতাংশ ফুটপাত অবৈধ দখলদারদের কবলে। যার বেশিরভাগ ফুটপাত দখল করে হকাররা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও পাসপোর্ট অফিসের সামনের ফুটপাত বাঁশ ও চাঁটাই দিয়ে ঘিরে দখলে নেমেছেন ক্ষমতাশীন দলের অঙ্গসংগঠনের  নেতারা। ফুটপাতের ওপর বাঁশ, টিন ও ছোট ছোট খুটি বসিয়ে ফলের আড়ৎ নির্মাণ করা হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন পথচারিরা।

বিশেষ করে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, পলিটেকনিক ল্যাবরেটরি স্কুল ও রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের হাজারও শিক্ষার্থী ও অভিভাবক। তাই জীবনের ঝুঁকি নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়েই হাঁটতে হচ্ছে তাদের। এতে বিভিন্ন সময়ই ঘটছে সড়ক দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, মহানগরীর রেলগেট থেকে শালবাগান পর্যন্ত গড়ে ওঠা আড়ত থেকে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রভাবশালীরা প্রতিদিন দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা তুলে থাকেন। এছাড়া প্রতিটি বসানো ফুটপাতের দোকান থেকে  তুলছেন দৈনিক ১০০/২০০ হাজার টাকা পর্যন্ত।

এদিকে ফুটপাতের ওপর নির্মিত এসব দোকান ও ফলের আড়ত উচ্ছেদের জন্য গত বছরের ১৪ ফেব্রুয়ারি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নগর বিশেষ শাখা ও চন্দি মা থানায় চিঠি দেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহম্মদ আব্দুর রশীদ মল্লিক বলেন, ফুটপাত দখলের কারণে আমরা বেশ সমস্যার মধ্যে রয়েছি। শিক্ষার্থীরা প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। পুলিশকে চিঠি দিয়েও এর প্রতিকার পাইনি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হুমায়ন কবির ও চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ফুটপাতের অবৈধ দোকান সাধারণত সিটি করপোরেশন উচ্ছেদ করে। সিটি করপোরেশন বা কোনো ভুক্তভোগী যখন আমাদের অভিযোগ দেন তখন আমরা অ্যাকশনে যেতে পারি।

তবে অভিযোগ পেলে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হবে। ফুটপাত দখল ও উচ্ছেদের ব্যাপারে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, অবৈধ দোকান নির্মাণের বিষয়টি জানতাম না। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে  উচ্ছেদ ব্যবস্থা করা হবে।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST