নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় অবস্থিত কেমিকো ওষুধ কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মেশিনে আগুন লেগে যায়। এ সময় সেখানে কর্মরত কর্মচারী ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লেগে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।
খবর২৪ঘণ্টা/এমকে