নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে রাজশাহী জেলার বিভিন্ন কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার ভোটগ্রহণের সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার সহকারী রিটানিং কর্মকর্তার কাছ থেকে গ্রহণ করেন। ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার দিনের মধ্যেই ব্যালট বক্সসহ ভোটের অন্যান্য সরঞ্জাম রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ রোববার। রাজশাহীর সবক’টি আসনেরই ভোটার তালিকা চুড়ান্ত। নির্বাচন কমিশন থেকে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে ভোটকেন্দ্রের তালিকাও। এরই মধ্যে রাজশাহীর প্রতিটি জেলা ও উপজেলায় ব্যালট বক্সসহ ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। সেখান থেকে আজ শনিবার
কঠোর নিরপাত্তার মধ্যে দিয়ে তা প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। পরদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা হবে।চূড়ান্ত তালিকানুযায়ী মোট ভোটারের অর্ধেকেই নারী। তাই নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোকে নারীবান্ধব করে গড়ে তুলতে নির্দেশ দিয়েছে কমিশন। সেই অনুযায়ী তারা প্রস্তুত বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা।রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস.এম. আব্দুল কাদের বলেন, ভোটগ্রহণের জন্য তাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। উল্লেখ্য, রাজশাহী জেলার ৬টি আসনে এবার ভোটারসংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৭১০ জন
এবং নারী ৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ছিল ১৭ লাখ ৪২ হাজার ৬৫৭ জন। হালনাগাদ তালিকায় এবার নতুন ভোটার যুক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯০৫ জন। যার অর্ধেকেরও বেশি নারী ভোটার। আর রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের এই সংখ্যক ভোটাররা এবার জেলার ৬৯৫টি কেন্দ্রে মোট ৪ হাজার ১৩৪টি কক্ষের মাধ্যমে তাদের রায় দেবেন। নারী ও পুরুষ ভোটারদের জন্য ভোটকক্ষ থাকবে আলাদা আলাদা।
খবর ২৪ ঘণ্টা/আর