ঢাকারবিবার , ১৮ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর কামার পল্লীতে হতাশা!

khobor
জুলাই ১৮, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র দুই দিন পরেই উদযাপিত হবে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহায় মুসলমানরা প্রিয় পশু কোরবানী দিয়ে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের চেষ্টা করেন। এ জন্য অগ্রিম প্রস্তুতি হিসেবে মুসলমান পশু জবাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, চাকু, চাপ্পড়, দা, কুড়াল তৈরি করে নেন। আবার অনেকে পুরাতন হাতিয়ারগুলো নতুন করে ধার দিয়ে নেন। এ কারণে বছরের অন্য সময়ের তুলনায় কোরবানীর আগে প্রায় ১ মাস ব্যস্ত সময় পার করেন কামাররা। কিন্ত এবার প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তেমন ব্যস্ততা নেই কামার পল্লীতে। অন্য বছরের তুলনায় এবার হাতিয়ার তৈরিতে ব্যস্ততা নেই তাদের। কারণ হাতে তুলনামূলক অনেক কাজ কম। কাজ কম থাকায় তারা আয়ও কম করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কামারগণ বছরের অন্য সময়ের লোকসান পবিত্র ঈদুল আযহার আগে কাজ করে পুষিয়ে নেন। এ সময় তারা দিনরাত পরিশ্রম করে হাতিয়ার তৈরি করেন। দিন রাত শুধু কাজ আর কাজ। কাজের মধ্যেই ব্যস্ত থাকেন তারা। কাজ বেশি থাকার কারণে আয়ও বেশি হয়। কিন্ত এবার সেটি হচ্ছে না। রাজশাহীর কামার পল্লীতে ব্যস্ততা নেই বললেই চলে। হাতে গোনা কাজ পাচ্ছেন তারা। এ কারণে হতাশা বিরাজ করছে তাদের মঝ্যে। অন্য সময় লোকশান হলেও পুষিয়ে নিতে পারেন। কিন্ত এবার সেই লোকসান না পোষাতে পারার কারণে ভবিষ্যতে সংসার চালানো দায় হয়ে পড়বে এমনটি চিন্তা তাদের।

নগরের বিভিন্ন কামারের দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, তাদের আগের মতো আর কাজের ব্যস্ততা নেই। ১০ দিন আগেও কাজ ছিলনা। ২/৩ দিন আগে থেকে কিছুটা কাজ বেড়েছে। তবে কাঙ্খিত কাজ পাচ্ছেন না। সুধীর নামের এক কামার বলেন, এবার কাজ পাইনি। গত বছরও এমন অবস্থা ছিল। এভাবে চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়তে হবে। আমার মতো অন্যদেরও একই অবস্থা। ঈদের আগে বেশি কাজ পাওয়ার একটা আশা থাকে। যাতে পরিবারের সদস্যদের মুখে দু’মুঠো ভাত তুলে দেয়া যায়।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।