নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালি পৌরসভার শ্যামপুর বালুঘাট থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কাটাখালি থানা পুলিশ বোমাগুলো উদ্ধার করে।
জানা গেছে, কাটাখালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শ্যামপুর বালুঘাটে অস্ত্র মজুদ রাখা হয়েছে। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যগে পরিত্যাক্ত অবস্থায় ৮টি হাতবোমা পায়।
এর আগে গত ২৯ এপ্রিল দিবাগত রাতে ওই বালুঘাটে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানে অভিযান চালিয়ে অবিস্ফোরিত দুইটি হাতবোমা উদ্ধার করে। গত ২২ মার্চ বালুঘাটটি অস্ত্রের মুখে দখল করে নেয় কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর লোকজন। এর পরথেকে বালুঘাটটি তাদের দখলে রয়েছে।
আরো জানা গেছে, প্রায় চার বছর ধরে টেন্ডারের মাধ্যমে জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে মেসার্স আমিন ট্রেডার্স চরখিদিরপুর ও চরশ্যামপুর বালুমহালে বালু উত্তোলন ও সরবরাহ করে আসছে। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে টেন্ডারের মাধ্যমে আগামী এক বছরের জন্য ১২০ একরের সরকারি এই দুইটি বালুমহাল ইজারা পায় ওই প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে কাটাখালি থানার ওসি মেহেদী হাসান রন্টু বলেন, শ্যামপুর বালুঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আতঙ্ক সৃষ্টি করতেই বোমা ফেলে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।
খবর২৪ঘণ্টা/এমকে