নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের বিনোদপুর ইসলামিয়া কলেজ কেন্দ্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ভোটার। সোমবার দুপুর ২টার দিকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটার আবুল কালাম, কেরামিন, রেজাউল, দুলাল, মুন্নাফ ও বেলালসহ প্রায় ৩০ জন ভোটার এ অভিযোগ করেন।
আবুল কালাম অভিযোগ করে বলেন, আমি সকাল ১০টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। তারপরও ভোট দিতে পারেনি। ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এরা বলছে ব্যালট পেপার শেষ হয়ে গেছে।
কেরামিন, দুলাল ও মুন্নাফসহ একাধিক ভোটারের একই অভিযোগ। তারা অভিযোগ করে বলেন, আমরা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারিনি।
এদিকে, মেয়র প্রার্থী বুলবুল অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ১০টার মধ্যেই ওই কেন্দ্রে ৮৮ শতাংশ মেয়রের ভোট কাস্ট হয়ে গেছে। তার অভিযোগ, এগুলো কারচুপি করা হয়েছে।
তবে প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহিল কাফি অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যালট শেষ হয়নি। প্রসেস চলছিল। তাই লোকজনকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
খবর২৪ঘণ্টা/এমআর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।