পঞ্চম ধাপে রাজশাহীর ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ এবং ১২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন।
বুধবার (৫ জানুয়ারী ) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলার রিটানিং অফিসার।
বেসরকারি ফলাফলে নির্বাচিত চেয়াম্যান যারা হলেন, দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর হোসেন সম্রাট।
পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে বদিউজ্জামাল বদি বিজয়ী হয়েছেন।
বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ২ নং নারদাশ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে গোলাম সারোয়ার আবুল।
৩ নং দ্বীপপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী বিকাশ চন্দ্র ভৌমিক। ৪ নং বড় বিহানালী ইউনিয়নে মাহমুদুর রহমান মিলন। ৫ নং আউচপাড়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী ডি এম শাফী। ৬ নং শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মকবুল হোসেন মৃধা। ৭ নং বাসুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লুৎফুর রহমান প্রাং। ৮ নং কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক। ৯নং শুভ ডাঙ্গা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন। ১০ নং মাড়িয়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী রেজাউল করিম। ১১ নং গনিপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান রন্জু। ১২নং ঝিকড়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম।
১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন।
১৪ নং হামিরকুৎসা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। ১৫ নং যোগীপাড়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী এম এফ মাজেদুল ইসলাম ও ১৬ নং সোনাডাঙা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আজাহারুল ইসলাম বিজয়ী হয়েছেন।
এছাড়া পুঠিয়ার বানেশ্বর ইউপিতে জাল ভোট দেওয়ার অভিযোগে একটি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। এই ইউপিতে সতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক দুলাল এগিয়ে রয়েছে।
বিএ/