নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরী প্রাণকেন্দ্রে অবস্থিত সাহেব বাজার আরডি মার্কেটে দোকান খোলা নিয়ে ব্যবসায়ীদের উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে ২ঘন্টার উত্তেজনার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত দিলো জেলা প্রশাসকের ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট। এবং এটাও জানানো হয় যে কেউ যদি দোকান খুলে ব্যবসা করেন তবে তার জরিমানাসহ আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরডি মার্কেটের ব্যবসায়ীরা ঈদের আগের দিন দোকান খোলার চেষ্টা করে। এ নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে ব্যবসায়ীদের উত্তেজনা তৈরি হয়। ২ ঘণ্টার উত্তেজনা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দিয়েছে মার্কেট দোকানপাট বন্ধ রাখতে হবে। সিদ্ধান্ত অমান্য করে কেউ দোকান খুললে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে