নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর দুটি মাকের্টের সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য আহবান জানানো হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের পক্ষ থেকে। অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হওয়ায় নগরীর আরডি মার্কেট ও নিউমাকের্ট এলাকার সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। গতকাল সোমবার সকালে মাকের্ট দুটিতে এ সংক্রান্ত দুটি ব্যানার লাগিয়ে দেয়া হয়। ব্যানার দুটিতে লেখা ছিলো অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডি মাকের্ট খুবই ঝুকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট
সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো। একই ব্যানার দেখা যায় নগরীর নিউমার্কেট এলাকায়। তবে ব্যানার লাগানোর কিছুক্ষণ পর কে বা কাহারা ব্যানার দুটি খুলে ফেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম তার উদ্ধতন অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেন, নগরীর নিউমার্কেট ও আরডিমাকের্ট অগ্নিনির্বাপনের কোন ব্যবস্থা নেই। আরডি মাকের্টের আশেপাশে কোন পুকুর নাই। ফলে অগ্নিকান্ড ঘটলে পানির অভাবে আগুন নিভাতে
প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এছাড়া আরডি মাকের্টে ও নিউমাকের্টের সিড়িতেও মালামাল রাখা হয়। ফলে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে মানুষ সহজে নামতেও পারবেনা। আর আরডিমাকের্টের ভেতরের তারগুলো রয়েছে এলোমেলো ভাবে। যার কারণে সহজেই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে আরডি মাকের্ট ও নিউমাকের্ট কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা করেও কেউ কোন মন্তব্য করতে না চাওয়ায় কোন মন্তব্য পাওয়া যায়নি।
খবর ২৪ ঘণ্টা/আর