নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর আদালত চত্বর থেকে মোস্তফা (৪০) নামের এক পেশাদার দালালকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে তাকে নগরীর রাজপাড়া থানা পুলিশ আটক করে।পুলিশের হাতে আটক দালাল রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত রব্বুলের ছেলে। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, বুধবার বিকেলে রাজপাড়া থানা পুলিশের একটি টিম পেশাদার দালাল মোস্তফাকে আটক করে। ওই দালাল বিভিন্ন
মামলার কারণে রাজশাহীর আদালতে আসা মানুষজনের সাথে বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে দালালি করে আসছে। ওসি আরো জানান, আটক দালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দালাল কে প্রশ্রয় দেওয়া হবে না। উল্লেখ্য, এর আগে আদালত চত্বর থেকে আরও ৮ জন দালালকে আটক করে রাজপাড়া থানা পুলিশ।
খবর ২৪ঘন্টা/এমকে