রাজশাহীর আড়ানী পৌরসভার দুর্ধর্ষ মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে আরো টাক, মাদক ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে আবার অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের অভিযানে তার বাড়ি থেকে এক লাখ ৩২ হাজার টাকা, চার বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা ও একটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম বলেন, গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে আবার অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের অভিযানে তার বাড়ি থেকে এক লাখ ৩২ হাজার টাকা, চার বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা ও একটি দেশীয় চাকু উদ্ধার করা হয়েছে।
এস/আর