নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪ জন শিবির কর্মীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর মতিহার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, জোনাল হোসাইন (২৪),আহসান হাবিব (২২), তৌহিদুর রহমানর(২০), ও হারুন অর রশিদ (৩৫)। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান,
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে নগর পুলিশের মতিহার থানা ৪ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, নগর পুলিশের অভিযানে আরো ৩০ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে বলে জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে