নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ঘোড়ামাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু র্কণারের জন্য বেশ কিছু বই উপহার দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এর আগে রাজশাহী কোর্ট কলেজের সাবেক অধ্যক্ষ ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান বাদশা স্কুল পরিদর্শনে আসেন এবং স্কুলের গ্রন্থাগারের জন্য বই প্রদান করেন। আজ ২ এপ্রিল সকালে পৃথকভাবে ঝটিকা পরিদর্শনে আসেন মহানগর আওয়ামী লীগের এই দুই নেতা। তারা স্কুলের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ষ্কুল পরিদর্শনে করে বঙ্গবন্ধু কর্ণানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে প্রধান শিক্ষক আইয়ুব
আলীর কাছে বেশ কিছু বই প্রদান করেন। বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, অসমাপ্ত আত্মজীবনী, জনকের মুখ, কারাগারের রোজনামচা, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ১৯৪৭-৭১, বাংলাদেশের মুক্তযুদ্ধে মুজিব নগর, মার্কিন দলীলে মুজিব হত্যাকান্ড ও সদাকালো সহ আরো কিছু বই। এসময় স্কুলের সহকারী শিক্ষকরা ছাড়াও উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক রণি সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/আর