নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা ও মহানগরে বিভিন্ন সময় উদ্ধার হওয়া প্রায় ৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে বিজিবি-১ ব্যাটালিয়নের সদর দফতরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ কোটি ৬৭ লাখ ৮৪ হাজার টাকার ৩৩ কেজি ৩৯২ গ্রাম হেরোইন, ১ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৬০০ টাকার ৪৭ হাজার ৮৮৯ বোতল ফেনসিডিল ও ২৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকার ১ হাজার ৫৪৯ বোতল মদ।
এছাড়া ধ্বংস করা হয় ২ লাখ ৭৮ হাজার ৭০০ টাকার ৯৫৯ পিস ইয়াবা, ১৮ হাজার ৯০০ টাকার ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং তিন
হাজার ৬০০ টাকার ১২ লিটার চোলাই মদ। ফেনসিডিল ও মদের ওপর বুলড্রোজার চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়। অন্যান্য মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাদক ধ্বংসের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল, পরিবেশ অধিদফতরের রাজশাহীর উপ-পরিচালক মামুনুর রশীদ প্রমূখ।
খবর২৪ঘণ্টা/এমকে