রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৮ জুয়ারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো, আবু সাইদ (৫২), লিটন (৩২), রাসেল(৩২), সোহেল রানা (২৮), আলিফ হোসেন(২৭), শ্রী নেপাল চন্দ্র সাহা(২৭), মোঃ কাউসার (২২) ও রাহুল ইসলাম মুন্না (১৯) ।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর