রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো, হেলাল উদ্দিন বেলাল (৩৫), সাবজুল (৩২), মামুন (৩৬), সাজ্জাদ(৪৫), নয়ন (৩০), তাইজুল(৪০), হাসান(৩০) ও আঃ রশিদ(৪৫)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান অভিযান চালিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর