নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ৮ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১২৪ জন। আর মারা গেছে ৪৯ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৭৭৩ জন, বাঘা উপজেলায় ১৬৮ জন, চারঘাট উপজেলায় ১৬৩ জন, পুঠিয়া উপজেলায় ১২৯ জন, দুর্গাপুর উপজেলায় ৮৩ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৫ জন ও গোদাগাড়ীতে ১৩০ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৪১ জন শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা
পৌঁছেছে ২০ হাজার ৮৭৩ জনের। শনাক্তের মধ্যে ১৯ হাজার ৬১৯ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২০ হাজার ৮৭৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫১২৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮২ জন, নওগাঁ ১৩২২ জন, নাটোর ১০৩৩ জন, জয়পুরহাট ১১২৬ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৩৪ জন, সিরাজগঞ্জ ২২৪৫ জন ও পাবনা জেলায় ১২০৯ জন। মৃত্যু হওয়া ৩১৯ জনের মধ্যে রাজশাহী ৪৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৩ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০ হাজার ৮০২ জন।
এস/আর