নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে ৮৪০ পিস ইয়াবাসহ আতাউর রহমান (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী দুর্গাপুর উপজেলার ভুয়ানগর এলাকার লছিরের ছেলে। মোহনপুর থানাধীন ধোরসা কালিতলা ব্রীজের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী
জেলার মোহনপুর থানাধীন ধোরসা (সরদারপাড়া) কালিতলা ব্রীজের কাছে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আতাউর রহমানকে ৮৪০ পিস ইয়াবাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর