নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৮০০ গ্রাম হেরোইনসহ লিখন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর বোয়ালিয়া থানাধীন মেহেরচন্ডী দায়রাপাক এলাকার ইউসুফের ছেলে। মাদক ব্যবসায়ীকে নগরীর মতিহার থানাদীন মোহনপুর ফ্লাইওভারের দক্ষিণ পাশ থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর ফ্লাইওভারের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লিখনকে আটক করা করে । আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে