1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৬ টি পিস্তল ও ৭৫ রাউন্ড গুলিসহ যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

রাজশাহীতে ৬ টি পিস্তল ও ৭৫ রাউন্ড গুলিসহ যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক যুবক

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আহম্মদনগর এলাকার গার্ডেন ভিউ এর একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৬টি বিদেশী পিস্তল, ৭৫ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিনসহ এমরান আলী নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৫। আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষীপুর গ্রামের আল আমিনের ছেলে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব-৫ এর সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অস্ত্র চোরাচালান কারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ায় র‌্যাব-৫। গত এক সপ্তাহ ধরে এমরানের উপরে নজর রাখা হচ্ছিল। এর প্রেক্ষিতে শনিবার রাতে তাকে অস্ত্র বিপুল পরিমাণ গুলিসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান, এ ধরণের অস্ত্র চাঁপাই, নাটোর, রাজশাহীতে সচরাচর ব্যবহার হয়না। ঢাকা ও এর আশেপাশের এলাকায় এ ধরণের অস্ত্রের চাহিদা রয়েছে। চাহিদার কারণে ভারত থেকে অস্ত্র ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এসে পরবর্তীতে ঢাকায় পাঠায়। পরে সেখান আবার সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হয়। ৭.৬৫ এম এম পিস্তল। এ পিস্তলের গুলি কারো বুকে লাগলে মৃত্যু হয়ে যাবে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরও চিহ্নিত করা হয়েছে এবং গ্রেফতারকৃত এমরানের তথ্যের ভিত্তিতে দ্রুত তাদেরও গ্রেফতার সম্ভব হবে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার সাথে এর কোন যোগসূত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিষয়টি খোঁজ নেওয়া হবে। অধিনায়ক আরো জানান, এই এমরান অস্ত্র ব্যবসায়ী নয়। টাকার বিনিময়ে অস্ত্র বহন করে।একটি পিস্তল বহন করার জন্য ৫ হাজার টাকা করে পেয়ে থাকে। এটা তার তৃতীয় চালান। এটা একটি বড় হিসেবেই দেখা হচ্ছে বলে জানান তিনি। এর আগেও আরো দুই বার সে অস্ত্রের চালান নিয়ে গিয়েছিল এমরান স্বীকারোক্তি দিয়েছে। সে ওই এলাকার মামুন নামের এক ব্যক্তির ভাড়া বাসায় এসেছিল। এক নারী মামুনের স্ত্রীর কাছে ব্যাগ ভর্তি অস্ত্র রেখে গিয়েছিল বলে জানানো হয়। এ সময় র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST