নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আরো ৬ জনের করেনা শনাক্ত হয়েছে। এনিয়ে রাজশাহী জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩১ জন। আর মারা গেছে ৪৩ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। শনাক্ত হওয়া ৪ হাজার ৯৩১ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৬১৫ জন, বাঘা উপজেলায় ১৬০ জন, চারঘাট উপজেলায়
১৫৮ জন, পুঠিয়া উপজেলায় ১২৭ জন, দুর্গাপুর উপজেলায় ৭৯ জন, বাগমারা উপজেলায় ১১৩ জন, মোহনপুর উপজেলায় ১৩০ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১২৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩১৬ জন শনাক্ত হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।