রাজশাহী মহানগরীতে ৬০ লাখ টাকা মূল্যের ৬৩০ গ্রাম হেরোইন ও ৯০ পিদ ইয়াবাসহ রুবেল হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক রাজশাহীর পুঠিয়া উপজেলার দিগলকান্দি উত্তর পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আজ সোমবার বিকেল সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আজ সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট ষ্টেশন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬৩০ গ্রাম হেরোইন ও ৯০ পিস ইয়াবাসহ রুবেল হোসেনকে আটক করে। আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এস/আর