নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ৫ হাজার ছাড়িয়েছে করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় গতদিনের তুলনায় কম করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট মারা গেছে ৫১ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে
রাজশাহী মহানগর এলাকায় ৪০৮৮ জন, বাঘা উপজেলায় ১৭৫ জন, চারঘাট উপজেলায় ১৭৫ জন, পুঠিয়া উপজেলায় ১৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩১৬ জন ও গোদাগাড়ীতে ১৪৩ জন। জেলার ৯টি উপজেলায় ১৪১৯ জন শনাক্ত হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।