রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইনসহ আঃ ছালাম (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মৃত হারানের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে পুঠিয়া থানাধীন শিবপুর এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুঠিয়া থানাধীন শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস সুতার বোবিনসহ মাদক ব্যবসায়ী আঃ ছালামকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর