নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ৫৪০ পিস ইয়াবাসাহ শরিফ আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী আরএমপির কাটাখালি থানার টাঙ্গন চৌমাহানি বাজার এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে পুঠিয়া থানাধীন সরিষবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল কোম্পানী
কমান্ডার এএসপি মাসুদ রানা এর নেতৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শরিষাবাড়ি গাইনপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শরিফ আলী কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।
এস/আর