রাজশাহীতে ঈদ মার্কেটে ৫০ হাজার টাকাসহ পলাশ হাসান (২৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ।
জানা যায়, সাগর (ছদ্মনাম) গত ৬ মে ২০২১ বেলা সোয়আ ১১ টায় আল-আরাফা ইসলামী ব্যাংক লিঃ সাহেব বাজার শাখা হতে ২,০০,০০০ টাকা উত্তোলন করে সাহেব বাজার কাপড় পট্টি সাহেব আলী বস্ত্র বিতানের সামনে দাড়িয়েছিলেন। এসময় একজন ব্যক্তি তার ব্যাগের মধ্যে হাত দিয়ে ৫০০ টাকা নোটের ২টি বান্ডিল মোট ১,০০,০০০ টাকা গোপনে বের করে নিয়ে কিছু বুঝে উঠার আগেই তার সহযোগীকে ৫০ হাজার টাকার একটি বান্ডিল দিয়ে দেয়। সাগর বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে পাশেই থাকা মার্কেট নিরাপওায় নিয়োজিত বোয়ালিয়া মডেল থানার টহল পুলিশ আসামী পলাশ হাসান (২৮)কে ৫০,০০০ টাকার বান্ডিলসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী পলাশ হাসান পকেটমারের ঘটনা স্বীকার করে এবং এ ঘটনায় তারা তিন জন জড়িত বলে জানায়। পলাশ তার অপর দুই সহোযোগী আসামীর নাম ঠিকানা প্রকাশ করেছে এবং অবশিষ্ট ৫০,০০০ টাকার বান্ডিলটি সে তার অপর সহোযোগী হাসানকে দিয়েছে বলেও জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধার ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এস/আর