নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫। রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর পাইকপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে তরুণ হোসেন (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা তালশহর গ্রামের আক্তার মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৫)।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়ার রাজশাহী- গোদাগাড়ী রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী তরুন হোসেন ও মিঠুন মিয়াকে ৫০ কেজি গাঁজাসহ আটক করে।
সেই সাথে ট্রাকটিও জব্দ করা হয়। আসামীদের রিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীরা পরস্পর যোগসাজোসে অবৈধ মাদকদ্রব্য গাঁজাগুলি অবৈধভাবে বি-বাড়িয়া হইতে ট্রাকযোগে রাজশাহীতে বহন করে নিয়ে আসার সময় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়া এলাকায় র্যাবের হাতে ধরা পড়ে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।