নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৫০০ পিস ইয়াবাসহ নাদিম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আব্দুল মান্নানের ছেলে । ৯ তারিখ দিবাগত রাতে তাকে হাড়–পুর বাগানপাড়া এলাকা থেকে আটক করা হয়।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৯ তারিখ দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হাড়ুপুর বাগানপাড়া বালুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাদিমকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।