নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও জেলায় মোট ৪৪০ জন হোম কোয়ারেন্টাইন এ রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইন এ যুক্ত হয়েছে ৭৭ জন। আর ছাড়া পেয়েছেন ১৬৫ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০৫ জন। রাজশাহী
জেলা সিভিল সার্জন ডাক্তার এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৪৪০ জন এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ১৮৯ জন রয়েছে। বাকিগুলো রাজশাহী জেলার নয়টি উপজেলার বাসিন্দা।
এমকে