রাজশাহীর পুঠিয়ায় ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো, কুমিল্লা জেলার বামনপাড়া থানার দুলালপুর গ্রামের মনিরের ছেলে আল আমিন (২১), নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সানারপাড়া গ্রামের রাজনের ছেলে রাব্বি হাসান (২১) ও নওগাঁ জেলার পত্নীতলা থানার বাগমার গ্রামের মৃত আজিজারের ছেলে আব্দুস সবুর আলী (৪১)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী প্রাইভেট কারে
মাদকদ্রব্যসহ নাটোর থেকে রাজশাহীর দিকে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাব রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ থানা মোড় সংলগ্ন পুঠিয়া জামে মসজিদের সামনে নাটোর টু রাজশাহীগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে একটি প্রাইভেট কার থামানো মাত্রই ৩(তিন) জন ব্যক্তি প্রাইভেট কারের দরজা খুলে পালানোর চেষ্টা করে। পরে কার থেকে ৪০ কেজি গাঁজা ও ৩ জনকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।