নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ৪র্থ উন্নয়ন মেলায় সেরা স্টল ও সেবাদাতা প্রতিষ্ঠান হওয়ায় ৩য় পুরস্কার পেয়েছে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের হাতে তৃতীয় পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।
বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হাফিজুর রহমান বলের, সেরা স্টল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে জেলা প্রশাসকের পক্ষ থেকে তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া উন্নয়ন মেলায় ১০ টি সেরা স্টলকে পুরস্কার দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরমধ্যে বিভাগীয় পাসপোর্ট অফিসের স্টল তৃতীয় নির্বাচিত হয়। মেলায় ১৮০ টি স্টল অংশগ্রহণ করে।
খবর ২৪ ঘণ্টা /এমকে