নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৩ হাজার ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলো, রাজশাহীর কাটাখালি থানার চককাপাশিয়া কুশিপাড়া এলাকার তাসের আলীর ছেলে ইউসুফ আলী (৩৮) ও একই এলাকার আজিবরের ছেলে ফরিদ (৩৫)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে
খবর পেয়ে রাজশাহীর কাটাখালী থানাধীন কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফরিদ ও ইউসুফকে ৩ হাজার ২০ পিস ইয়াবাসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে