নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ৩৮ লাখ টাকা মূল্যের ৩৮০ গ্রাম হেরোইনসহ পারভিন আক্তার (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আটক র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার মৃত শাহজাহানের স্ত্রী। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোদাগাড়ী উপজেলার সরমংলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ লাখ টাকা মূল্যের ৩৮০ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে