নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলায় ৩ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬ জন। আর মারা গেছে ৪৯ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৭৫৫ জন, বাঘা উপজেলায় ১৬৩ জন, চারঘাট উপজেলায় ১৬৩ জন, পুঠিয়া উপজেলায় ১২৯ জন, দুর্গাপুর উপজেলায় ৮৩ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৬ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১৩০ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৪১ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৮০৪ জনের। শনাক্তের মধ্যে ১৯ হাজার ৪৩১ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২০ হাজার ৮০৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫০৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮২ জন, নওগাঁ ১৩২০ জন, নাটোর ১০৩৩ জন, জয়পুরহাট ১১২৬ জন, বগুড়া জেলায় ৮ হাজার ০৯ জন, সিরাজগঞ্জ ২২৩৬ জন ও পাবনা জেলায় ১২০৪ জন। মৃত্যু হওয়া ৩১৯ জনের মধ্যে রাজশাহী ৪৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৩ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০ হাজার ৭৫১ জন।
এস/আর