নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ২ ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩০ জন। আর মারা গেছে ৪৬ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৬৯৬ জন, বাঘা উপজেলায় ১৬৩ জন, চারঘাট উপজেলায় ১৬১ জন, পুঠিয়া উপজেলায় ১২৯ জন, দুর্গাপুর উপজেলায় ৮৩ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৬ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১২৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৩৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৪৩০ জনের। শনাক্তের মধ্যে ১৮ হাজার ৭০৭ জন সুস্থ হয়েছে।
শনাক্ত হওয়া ২০ হাজার ৪৩০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫০৩০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮২ জন, নওগাঁ ১৩১০ জন, নাটোর ১০১৫ জন, জয়পুরহাট ১১১৬ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৭৮৯৮ জন, সিরাজগঞ্জ ২২০০ জন ও পাবনা জেলায় ১১৭৬ জন। মৃত্যু হওয়া ৩১০ জনের মধ্যে রাজশাহী ৪৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৮৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০ হাজার ১৯৬ জন।
এস/আর