নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ২৬ কেজি গাঁজাসহ জাহিদুল হাসান জিসান (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানার। শিকারপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জনকে আটক করে । সে কুমিল্লা থেকে নিউ ভাই ভাই একটি যাত্রীবাহী বাসে করে গাঁজা নিয়ে যাচ্ছিল।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।