নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এরমধ্যে সুস্থ হওয়া রোগীর সংখ্যা মহানগরীতে বেশি। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত করোনা রোগী সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৫৭ জন। আর গতকাল শুক্রবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে। এ জেলায় মোট ১৪৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ৩২১ জন। বর্তমানে
চিকিৎসাধীন রয়েছেন ১১৩৫ জন। সবচাইতে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজশাহী মহানগরীতে ১১৩৫ জন। আর বাকিগুলো জেলার ৯টি উপজেলার। রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।