নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে উন্মুক্ত স্থানে মাদক গ্রহণ ও বিক্রয়ের দায়ে ২৩ জন মাদকসেবী ও একজন ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ এ দণ্ডাদেশ দেন। একই সাথে মাদক ব্যবাসায়ী চন্দ্র শেখরকে দুই বছরের কারাদ- দেওয়া হয়।
র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটি এলাকায় উন্মুক্ত স্থানে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। বিষয়টি জানতে পারে র্যাবের একটি দল মেজর আশরাফের নের্তৃত্বে ঘটনাস্থলে অভিযান
চালিয়ে ২৩ জন মাদকসেবী ও এক ব্যবসায়ীকে আটক করে। এরমধ্যে ২৩ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে