নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে নতুন করে আরো ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর রাজশাহী জেলায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় কম। বিভাগে মোট ২২ হাজার ৯৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছে ৫২ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪১৫৯ জন, বাঘা উপজেলায় ১৭৬ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৪৭ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২০ জন ও গোদাগাড়ীতে ১৪৬ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৩০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৯৫৮ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৯৬২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৫৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৭ জন, নওগাঁ ১৪২৪ জন, নাটোর ১১৪০ জন, জয়পুরহাট ১২১৫ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৯৬১ জন, সিরাজগঞ্জ ২৩৯২ জন ও পাবনা জেলায় ১৪৩৯ জন। মৃত্যু হওয়া ৩৪৬ জনের মধ্যে রাজশাহী ৫২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২১১ জন, সিরাজগঞ্জ ১৫ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ৯১০ জন।
এস/আর