নিজস্ব প্রদিবেদক : রাজশাহীর দুই ল্যাবে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ রোগী আক্রান্ত হয়েছে। এদিন রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে ৬৬ জন করোনা পজিটিভ হয়। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬০ জন করোনা পজিটিভ হয়। ১ জন রাজশাহীর চারঘাট উপজেলার বাকি ৫৯ জন রাজশাহী মহানগরীতে রয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজের ভায়োরলজি ল্যাবে রাজশাহীর আরো ৬ জন করোনা পজিটিভ হয়। গত তিন মাসের মধ্যে শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ করোনা পজিটিভ হয়। এর আগে বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে আরো ৫৪ জন করোনা পজিটিভ হয়।
খেঁাঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম নারায়ণগঞ্জ ফেরত ১ জন করোনা পজিটিভ হয়। ওই সময় রাজশাহী জেলা লকডাউন না থাকলেও জেলার সাথে আন্তঃজেলা বাস ও গণপরিবহন এবং ট্রেন চলাচল বন্ধ ছিল। এর মাত্র একদিনের মাথায় একই উপজেলায় আরো ২ জন করোনা পজিটিভ হয়। প্রথম রোগী করোনা পজিটিভ হওয়ার পরপরই রাজশাহী জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে দেয়া হয়। এ ছাড়াও যেসব এলাকায় করোনা পজিটিভ রোগী আক্রান্ত হয়েছিল সেসব বাড়ি ও এলাকায় পৃথক পৃথকভাবে লকডাউন ঘোষণা করা হয়। শুরু থেকেই রাজশাহী মহানগর ও জেলার মানুষকে অপ্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে ঘরে ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ , র্যাব ও সেনাবাহিনী মাঠে সক্রিয়ভাবে কাজ করে। যারা অপ্রয়োজনে ঘরের বাইরে বের হয় তাদের ছোট ছোট শাস্তিও দেয়া হতো। বাইরে লোক সমাগম না হওয়ায় রাজশাহীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তখন দুই ল্যাবের নমুনা পরীক্ষায় প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ ও
গাজীপুর ফেরত ২-৫ জন করোনা পজিটিভ হতো। মে মাস থেকে বাড়তে শুরু করে পজিটিভ রোগীর সংখ্যা। মে মাসের শেষের দিকে খুব একটা বেশি ছিলনা করোনা পজিটিভ রোগীর সংখ্যা। কিন্ত লকডাউন শিথিল করে সিমিত পরিসরে ব্যবসা-বাণিজ্যসহ দোকানপাট ও গণপরিবহন চলাচলের অনুমতি দেয়ার পর থেকে বাড়তে শুরু করোনা পজিটিভ রোগীর সংখ্যা। জুন মাসের তৃতীয় সপ্তাহেও প্রতিদিন রাজশাহী ১৫-২০ জনের করোনা পজিটিভ হলেও গত ৬ দিন থেকে প্রতিদিনই করোনা পজিটিভ রোগীর সংখ্যায় নতুন নতুন রেকর্ড হচ্ছে। এ ৬ দিনের মধ্যে ৩৫, ৩১, ৫৯, ৫৪ এমন করোনা পজিটিভ রোগীর সংখ্যা হলে শুক্রবার সব রেকর্ড ভেঙ্গে জেলায় সর্বোচ্চ ৬৬ জন নতুন করে করোনা পজিটিভ হয়। এ নিয়ে রাজশাহীতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জন। আর ৬৬ জনের মধ্যে
প্রায় ৬২ জনই রাজশাহী মহানগরীর বাসিন্দা। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা পজিটিভ হয়েছে। ৫৯ জন রাজশাহীর মানুষ।
এভাবে প্রতিদিনই করোনা পজিটিভ হওয়ার সংখ্যায় নতুন নতুন রেকর্ড হচ্ছে রাজশাহীতে। করোনা পজিটিভ হওয়াদের তালিকায় চিকিৎসক, নার্স, পুলিশ, সাংবাদিক, হাসপাতালের সহকারী, আইনজীবী ও ব্যবসায়ী এবং সাধারণ মানুষ রয়েছে। এভাবে নগরে করোনা পজিটিভ রোগী বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে সংশ্লিষ্ট সচেতন মানুষ মতামত ব্যক্ত করছেন। মানুষকে ঘরে ফেরানো, শারীরিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প দেখছেন না তারা। রোগী বেড়ে চললেও তা নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ দেখা যায়নি। আর এমধ্যেই স্বাভাবিক হয়েছে রাজশাহীর মানুষের জনজীবন।
এমকে