নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আকবর আলি (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন উমরপুর মাহিদ্রা ট্রাক্টর শো-রুমের সামনে অভিযান চালিয়ে তাকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে