রাজশাহী মহানগরীতে পৃথক দুইটি অভিযানে ১৯ জন জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও টাকা উদ্ধার হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ৩ সেপ্টেমবর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার রেলওয়ে ইনস্টিটিউট এর টিভি রুম থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে। আটককৃতরা হলো আনোয়ারুল ইসলাম (৬২), মোশারফ হোসেন (৫৯), নুরুল ইসলাম (৫৩), সাইদুল ইসলাম (৫৪), রাজা (৪৫), বাচ্চু (৫১), আব্দুল মান্নান বাবু (৪০), আসলাম (৫২), আঃ সামাদ সরকার (৫৫), আল মামুন(৪৭)। এদিকে, ডিবির অপর একটি দল রাত ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানার ষষ্ঠিতলার দারুচিনি প্লাজার নীচ তলায় জুয়া খেলা অবস্থায় ৯ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে। আটককৃতরা হলো, সামিউল আজাদ (৩০), শ্রী ডন হালদার (৩৩), কৃষ্ণ দত্ত (২০), শ্রী অভিজিত (২৫), শ্রী হৃদয় কর্মকার (২৩), শ্রী সন্দিপ তেওয়ারী (২৫), রুবেল (৩২), খোকন (৩২), শাহাদত (২৯)। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর