নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ১৯টি চোরাই সাইকেলসহ দুই চোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে কাটাখালি থেকে কুখ্যাত সাইকেল চোর টনিকে আটক করে গোয়েন্দা পুলিশ। টনি নগরীর নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯টি সাইকেলসহ গোডাউনের মালিক আবুল কালাম আজাদকে আটক করা হয়। কালাম কাটাখালি থানার মাসকাটাদিঘী পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে।এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ছয়ফুলের নের্তৃত্বে একটি দল চোর সনিকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আবুল কালামকে আটক করা হয় ও তার গোডাউনে থাকা ১৯টি সাইকেল উদ্ধার করা হয়। বিভিন্ন এলাকা থেকে সাইকেলগুলো চুরি করে আনা হয়েছিল। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে