নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১৬০০ পিস ইয়াবাসহ মান্টু মিয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর মুন্সিটোলা গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল নগরীর শিরোইল বাসস্ট্যান্ড একতা বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মান্টু মিয়াকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে